প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৮

বরিশালে সোমবার (১২ জানুয়ারি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে কিছু শঙ্কা এখনও রয়ে গেছে। তবে রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ বজায় রাখেন, উত্তেজনা না সৃষ্টি করেন এবং অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন ঝুঁকিমুক্ত ও সুষ্ঠু হতে পারে।
