খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজ তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উভয় প্রার্থী।
সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় সামান্য ত্রুটির কারণে তার মনোনয়ন আগে বাতিল হয়েছিল। তিনি অভিযোগ করেন, এই বিধান পুর্নরূপে প্রযোজ্য হওয়া উচিত নয়। তবে আপিল করার পর নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। তিনি আরও বলেন, “এক শতাংশ সমর্থন বিধান বাতিলের প্রয়োজন আছে, কারণ এতে অযথা প্রার্থীরা বাদ পড়ছেন।”
অন্যদিকে, দীনময় রোয়াজ জানান, ব্যাংক সংক্রান্ত একটি ছোট সমস্যার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ইসি তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল। নির্বাচনী তালিকায় সোনা রতন ও দীনময় রোয়াজের অন্তর্ভুক্তির ফলে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও গরম হয়ে উঠবে বলে মনে করছেন ভোটাররা।
এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ায় স্থানীয় রাজনীতি এবং ভোটারদের উত্তেজনা বৃদ্ধি পাবে। ভোটাররা এখন সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা ও ন্যায্য নির্বাচনের প্রত্যাশায় রয়েছেন।