প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৮
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিবাহিত ও অছাত্র দিয়ে গঠিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৫ জানুয়ারী কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাফর ইকবাল জনি ও সদস্য সচিব আল আমিন দেওয়ানের স্বাক্ষরে উপজেলার চারটি ইউনিয়নের ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। ওইসব কমিটিতে দলীয় নিয়ম বহির্ভূত নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ।
জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি করা হয়েছে, সাজ্জাদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ মান্নান হোসেনকে, তারা উভয়েই চাকুরীজীবি ও বিবাহিত যা দলের নিয়ম বহির্ভূত। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জেলা, কলেজ, ও থানা ছাত্রদলের কোন কমিটির সদস্য ইউনিয়ন কমিটিতে থাকতে পারবেনা । অথচ কাজী আজিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলামকে করা হয়েছে মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়নেও ত্যাগী ও আন্দোলনুখী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ইউনিয়ন পর্যায়ে কমিটি গুলো থানা কমিটি অনুমোদন দিয়ে থাকে।
তবে এরকম কয়েকটি অভিযোগ পেয়েছি জেলার নেতাকর্মীদের জানানো হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।