প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১:১৮
স্বাধীনতার সূতিকাগার খ্যাত মেহেরপুরে ঘন কুয়াশা, তীব্র শীত আর ঠান্ডা বাতাসে জরাজীর্ণ সাধারণ মানুষ। কোন কোন দিন সূর্যের দেখা মেলেনা। ঘন কুয়াশার চাদরে আবৃত হয়ে থাকে পুরো জেলা। অসহায় মানুষের অসহায়ত্ব বেড়ে যায় দ্বিগুণ। শীত নিবারনের চেষ্টায় খড়কুটোতে আগুন জ্বালিয়ে তাপ নেয় মানুষজন।
মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত জেলাটিতে আজ (৩০ জানুয়ারী) রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাড়-কাঁপানো তীব্র শীতে সর্বোচ্চ সমস্যা পোহাতে হচ্ছে ছিন্নমূলের মানুষদের। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি সহোযোগিতায় জেলা-উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও মোটা কাপড় বিতরণ করে চলছে।
সাধারণত শীত ঋতুতে নানান সমস্যা পোহাতে মানুষজনকে। সব রকম সমস্যা নিয়ে সময় পার করছে মেহেরপুরের জনসাধারণ। সীমান্তবর্তী জেলা মেহেরপুরে শীতের প্রকপতায় মোটা কাপড় সহ শীত নিবারনের বস্ত্র নিয়ে শীত মৌসুম পার হচ্ছে।
মেহেরপুরে শীতের মৌসুমে বৃদ্ধি পেয়েছে পোশাকের দোকানে ক্রয়-বিক্রয়। মোটা কাপড় সহ চাদর, সুইটারসহ নানান ধরনের শীতবস্ত্র ক্রয় করছে মানুষজন।
মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে থেকে ই-নিউজ৭১ কে জানানো হয় অসহায়, দরিদ্র, ছিন্নমূলের শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য সবরকম কার্যক্রম অব্যাহত রয়েছে।