প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১:৫
রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশ মাইসা (৭) গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান বেপারী পাড়ার বাসিন্দা রিক্সা,সাইকেলের মেকার করিম খানের মেয়ে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে গ্রামের পাশ্ববর্তী মরা পদ্মা নদীর পানিতে পড়ে শিশুটি মারা যায়।
স্হানীয় বাসিন্দা ইন্জিনিয়ার জুয়েল বাহাদুর প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার বিকেলে গ্রামের অনেকগুলো শিশু একত্রিত হয়ে মন্জুর রহমানের বাড়ির পাশে খোলা জায়গায় পিকনিক করছিল। এ সময় বড় ভাই-বোনদের হাত ধরে শিশু মাইসাও সেখানে যায়। অন্যরা যখন পিকনিকের রান্না ও আনন্দে ব্যাস্ত, মাইসা তখন সবার অলক্ষ্যে পাশে নদীর পাশে চলে যায়। এ সময় সে পা পিছলে পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষন পর কয়েকটি শিশু টের পেয়ে চিৎকার করলে স্থানীরা এসে মাইসাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল।
এদিকে শিশু মাইসার এ অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের আনন্দের পিকনিক মূহুর্তের মধ্যে বিষাদে পরিনত হয়।