প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০:৭
এবারই প্রথম মোট ১৯২টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোট হয়েছে ইভিএম-এ
উৎসবমূখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে, বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে লাইনে আছেন তাদেরও ভোট নেয়া হয়েছে।
টানা আট ঘণ্টার ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই শেষ হলো। এখন চলছে গণনা। নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি।
আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
এ ছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ৫ লাখ ভোটারের নারায়নগঞ্জ সিটিতে এবারই প্রথম মোট ১৯২টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএম-এ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নারায়নগঞ্জ সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকেরা। ৫০ থেকে ৬০ শতাংশ ভোট কাস্ট হতে পারে বলে জানান তারা। সকালে থেকে নগরীর বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষন শেষে, দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন পর্যবেক্ষকদের সমন্নয়ক আবেদ আলী।
এছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে; গোলযোগবিহীন এ নির্বাচনে ভোটার উপস্থিতিও তুলনামুলক ভালো বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
এদিকে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নারায়ণগঞ্জে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দেয়ার গতি কমে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি যান্ত্রিক সমস্যা দূর করার আহ্বান জানান। আইভী বলেন, ‘আমি বিভিন্ন জায়গার খবর পাচ্ছিলাম স্লো কাস্টিং হচ্ছে। ৩, ৫, ১৭, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডে এসব জায়গায় খুবই স্লো কাস্টিং হচ্ছে। ২৩ নম্বর ওয়ার্ডে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।’
এদিকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের আশা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে, সকালে নির্বাচনী পরিবেশ আপাতত সুষ্ঠু রয়েছে বলে মন্তব্য করলেও দুপুরে এ বক্তব্য থেকে সরে আসেন তিনি। তিনি বলেন, তার কর্মীদের বাধা দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায়।
এছাড়া ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিকেল সাড়ে ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান। একটি ব্যটারিচালিত অটোরিকশায় করে সংসদ সদস্য শামীম ওসমান ভোটকেন্দ্রে পৌঁছান।
নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আনসার, বিজিবি, র্যাব, পুলিশ। যে কোন ধরনের সহিংসতা ঠেকাতে সাজানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন প্রার্থী। এছাড়া, ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং ৯টি সংরক্ষিত নারী আসনে প্রার্থীর সংখ্যা ৩২ জন।