প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ১:১৭
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) শাকিল (২০) নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে। শাকিল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে একদল গরু পাচারকারী পাথরডুবি সীমান্তের ওপারে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে দলবাড়ি নামক এলাকায় প্রবেশ করে। অনুপ্রবেশকারীদের উপস্থিতি টেরে পেয়ে ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা পাচারকারীদের ধাওয়া করে। এসময় শাকিল বিএসএফের হাতে ধরা পড়ে।
কুড়িগ্রাম-২২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, বিষয়টি আমরাও শুনেছি। বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু জানানো হয়নি। এছাড়া আটক ব্যক্তির পরিবারও কোনো অভিযোগ করেনি।