প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ৪:৪১
খাগড়াছড়িতে দিঘীনালা সড়কে শান্তিপরিবহন গাড়ির চাপায় নিহত জীপ চালক আইয়ুব আলী (২৭) পরিবারের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।
বুধবার ৫জানুয়ারি সকালের দিকে দিঘীনালা সড়কে শান্তি পরিবহন গাড়ির চাপায় নিহত জীপ চালক আইয়ুব আলী (২৭) এর স্ত্রী লিজা আক্তারের হাতে জেলা প্রশাসকের এাণ তহবিল থেকে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের পক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন নগদ ৫০হাজার টাকা ও কম্বল তুলেদেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:কাজী মাসুদুর রহমান,খাগড়াছড়ি পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো:রেজাউল করিম, খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো:হাশেম, খাগড়াছড়ি শ্রমিক ইউনিয়নের কার্যনিবাহী সদস্য মো:বাদশাসহ শালবাগান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বুধবার ৫ জানুয়ারি দিঘীনালা সড়কে সকালে পাঁচমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড শালবাগান এলাকার মৃত-জুলফু মিয়ার ছেলে মৃত-আইয়ুব আলী
নিহত আইয়ুব আলী,র ১১মাসের ছেলে মেহেদীকে নিয়ে কোথায় যাবে কি করবে বলে কান্নায় ভেঙ্গে পড়ছে স্ত্রী লিজা আক্তার সহ পরিবারের সবাই।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন দূর্ঘটনায় নিহত জীপচালক আইয়ুব আলী,র মা রেনুবেগম ও স্ত্রী লিজা আক্তারকে শান্তনা দেন এবং আইনি সহযোগিতা করার আশ্বাস দেন।