
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ৩:৫৩

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, ৭২’র সংবিধানে ফিরে যাওয়া, ধর্মীয় উগ্রবাদী রাজনীতি নিষিদ্ধ করাসহ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মান এবং মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়নের ধরা অব্যাহত রাখার আহবান জানিয়ে উপজেলা আওয়ামীলীগ মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা করেছে।
শনিবার বিকেলে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মোল্লা বাড়িতে উপজেলা আওয়ামীলীগ ওই আলোচনা সভার আয়োজন করেন।
দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার'র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল ভূঁইয়া’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব, মন্ত্রী, এমপি ও প্যানাল স্পিকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রোশন আলী মাষ্টার,

আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মূন্সী, আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ কুমিল্লা(উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পতি ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির,
আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি কালিপদ মজুমদার, আওয়ামীলীগ দেবীদ্বার উপজেলা কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, আ’লীগ নেতা একেএম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা প্রমূখ।