
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ২২:৩২

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের আল জুবাইলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় আল জুবাইলে হোটেল মালাবরে আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ও আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাহাদুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসাইন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংঘটনের প্রধান উপদেষ্টা মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, আল জুবাইল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাতির আলী তালুকদার, ফেন্স অব আওয়ামী লীগ দাম্মাম এর সভাপতি রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ, বাছির সরকার, আলম রানা, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নুরুদ্দিন মেম্বার, নাইফ বাবু, সাইদুল মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে সৌদি আরবের নাগরিক মোহাম্মদ হুসেন উমর বক্তব্য রাখেন। এসময় আল জুবাইলে বসবাসরত বহুসংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা ও রাতের খাবারে অংশ নেন।