প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ২৩:৪৪
মৎস লুণ্ঠন ও ক্রয়কারি কাউকে ছাড় দেয়া হবেনা। জেলেদের নিজ পেশায় থাকতে সব সময় র্যাব সহযোগিতা করবো। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা দলদস্যু ও বনদস্যু থেকে আত্নসমার্পন করেছেন তাদেরকে ইতোমধ্যে ঘর নৌকা জাল ও নগদ অর্থ দেয়া হয়েছে তাদের জীবন রক্ষার্থে।
আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার উপজেলা কম্পলেক্সে অনুষ্ঠিত উপকুলীয় জীবন ও জীবিকার নিরাপত্তায় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তবে একথা বলেন র্যাব'র মহাপরিচালক অতিরিক্ত ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এসময় তিনি আরো বলেন, র্যাব সবসময় অপরাধ দমনে অর্গভাগে রয়েছে এবং থাকবে। অপরাধী কোন ধরেনের ছাড় পাবেনা। যারা দস্যুতা করে এখনো আত্নসমার্পন করেনি তারা আমাদের জাল থেকে রক্ষা পাবেনা।
র্যাব ছাড়া জলদস্যু বন্ধ হতোনা। আর যারা আত্নসমার্পন করেছে তাদের দিকে আমাদের বিশেষ দৃস্টি থাকবে। সদ্য বঙ্গবসাগরে জলদস্যুর আবিরভাবে হয়। এসময় অপহৃত সকলকে র্যাব লুন্ঠিত অর্থসহ উদ্ধার করে। সাথে সাথে ৬ জনকে আটক করে এবং ২ জন বন্দুকযুদ্ধে নিহত হয়। যারা দস্যুমুক্ত হবে তাদের জীবন হবে আলোকিত।
জলদস্যুদের হুশিয়ারী করে বলেন, এখনো জলদস্যুদের বলছি আপনারা ভালো পথে আসেন। অন্যথায় র্যাব ব্যবস্থা নিলে আপনাদের মহাবিপদ হবে।
স্থানীয় মাছ ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতে র্যাব মহাপরিচালক আরো বলেন, সাতক্ষীরার মুন্সিগঞ্জে ক্যাম্প করা হয়েছে। আপনাদের এই পাথরঘাটায়ও ক্যাম্প করা হবে। এসময় অপহৃত উদ্ধার হওয়া ৭ জেলেদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন র্যাব'র অতিরিক্ত মহাপরিচালক (অপারেসন্স) কর্ণল কে এম আজাদ। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইং প্রধান কমান্ডার মঈন উদ্দিন।