প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১:৪৬
নাটোরের লালপুরে ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির নেতা-কর্মীরা । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যান্টিন গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,‘১০ ডিসেম্বরের পরিবর্তে ১৯ শে নভেম্বর সুগার মিল চালু করতে হবে, বাজার মূল্যের সাথে সংগতি রেখে আখের দাম মন প্রতি ২০০ টাকা করতে হবে, কোন মিল বন্ধ নয়, আধুনিকরন করতে হবে, বিশেষ করে নর্থ বেঙ্গল সুগার মিলস্ বন্ধ করা যাবে না।আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল করতে হবে বলে মিলস্ কতৃপক্ষের নিকট দাবি জানান।’
উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, আখচাষী সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাওলানা নাঈম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রব, আখচাষী সমিতির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক আঃ সামাদ, নর্থবেঙ্গল শ্রমিক কর্মচারী ফেডারেশন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, আখচাষী নেতা কার্তিক চন্দ্র প্রমুখ।