প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ২২:৪৩
ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরণ ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ৮৫জন নিবন্ধিত কার্ডধারী জেলে ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ৫১৮ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা (ট্রাগ অফিসার) দেওয়ান তোফায়েল আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, ছোট ভাকলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।