প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ২৩:০
পটুয়াখালীতে শতাধিক দোকানপাট ও ২৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে পিডিএস মাঠের পশ্চিশ পাশের সড়কের উপরে সরকারী জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহিন মাদমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন।
এদিকে কলাপাড়া পৌর শহরের এতিখানা এলাকায় খাল দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। তবে পিডিএস মাঠ সংলগ্ন বসবাসকারীদের চলমান মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত এবং পুর্নবাস ছাড়া উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে শহরের শশ্মান ঘাটে মানববন্ধন করেছে ওই এলাকায় বসবাসকারীরা।
পটুয়াখালী জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন জানান, যারা সরকারী জায়গা অবৈধভাবে দখল করে আছে তাদের সবার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।