প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০:১৪
বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী আনারুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তুখোড় ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, ভুক্তভোগী আনারুল ইসলাম, ভুক্তভোগীর বাবা নজরুল ইসলাম, মা সাহারা খাতুনসহ মানববন্ধন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এ সময় তারা ধামইরহাটের মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলামের হাতের আঙুৃল কাটার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্বরাষ্টমন্ত্রনালয়ের মাধ্যমে বিশেষ তদন্তের দাবী দাবী জানান।