
সাত শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক, দুইজন পলাতক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ৩:৬

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সাগর উপকূল থেকে আটক করেছে স্থানীয় জনগণ।
বুধবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, জনপ্রতি ১৩ হাজার টাকার বিনিময় দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে চলে যায় দালালরা। সেখানে স্থানীয়রা তাদের দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে।
এ সময় তাদের সাথে থাকা ২ রোহিঙ্গা পালিয়ে যায়। তাদেরকে স্থানীয় জনগণ কিংবা পুলিশ আটক করতে পারেনি। দালালের মাধ্যমে চার দিন সাগরে বিভিন্ন পয়েন্টে লুকিয়ে থেকে আজ দুপুর বারোটার সময় তারা চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় সাগর উপকূলে নামে।

আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের তিনটি ভবনে থাকতেন। সেখান থেকে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বেরিবাধ দিয়ে দালালের মাধ্যমে নৌকায় উঠে।আটককৃতদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ জন ও শিশু রয়েছে ৭ জন ।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় জনগণ চেয়ারম্যানকে খবর দিলে কেন মেন দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। সাথে সাথে ঘটনাস্থলে এসে আটক করা হয় রোহিঙ্গাদের। আটকের পর তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তারা কক্সবাজার টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সর্বশেষ সংবাদ
