প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ২১:১৮
কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকায় ৯ এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলামিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আলামিনের বাড়ি মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামে। নিহত যুবকের বড় বোন মুমা বেগম জানান, তার ছোট ভাই এক যুগ আগে পারিবারিকভাবে বিবাহিত হয়েছিলেন, তবে তার স্ত্রীর সাথে সংসার চলেনি, কারণ আলামিন মাদকাসক্ত ছিলেন। গত দেড় মাস ধরে তিনি বোনের বাসায় বসবাস করছিলেন।