প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬
ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোঃ মাসুম মিয়া (২৮) ও মোঃ নাসির (৩৫)। আজ বুধবার মধ্য রাতে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলীর ‘রাজধানী সুপার মার্কেট’ মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে তারা দু'জন মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাওয়ার পথে ট্রার্নিংয়ের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান। 'জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।