প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১, ১:৪৫
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্র্রপাতে নিহত ২’জন কৃষকের পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করলেন উপজেলা নিবার্হী অফিসার বরমান হোসেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহত দুই জন কৃষক পরিবারকে প্রত্যেককে ২০ হাজার টাকার নগদ অর্থের চেক তুলে দেন ইউএনও।
নিহত কৃষকরা হলেন, উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৫৫) ও একই গ্রামের মৃত আফছার হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৩।
উল্লেখ্য গত আগষ্ট মাসের ২ তারিখ সকাল ৯ টায় উপজেলার সীমান্ত ঘেঁষা রতনপুর (শালুয়ার মাঠে) জমিতে কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পাশেই সেলোমেশিনের ঘরে আশ্রয় নেন কয়েকজন কৃষক। কিছু পর আকাশের বিকট শব্দে বজ্রপাতে সেলোর ঘরে আশ্রয় নেওয়া ওই ২’জন কৃষক ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হয়েছিলেন আরও ৪’জন কৃষক।