প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১:২৩
গাজীপুরের কালিয়াকৈরে ১টি বিদেশী পিস্তলসহ মোঃ পিয়াস চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সফিপুর পুর্বপাড়া গ্রামের গাজী মোঃ ফারুক হোসেনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে কালিয়াকৈরে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক ব্রাম্মনবাড়ীয়া জেলার,নবীনগর থানার ,মালাই গ্রামের মোঃ আব্দুল কাদের চৌধুরীর পুত্র। সে উপজেলার সফিপুর পুর্বপাড়া গ্রামের গাজী মোঃ ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, ঐদিন রাতে কালিয়াকৈর থানাধিন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম এর নেতৃত্বে একদল টহল পুলিশ রণ পাহাড়া কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সফিপুর পুর্বপাড়া গ্রামের গাজী মোঃ ফারুক হোসেন এর বাড়ির দু‘তালা বাড়ীর নিচতলার একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কক্ষ তল্লাশী করে একটি মোটা বইয়ের ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্ষক মোঃ সাইফুল আলম
বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ ধারায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চেওধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।