প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২৩:২৯
পিরোজপুরের ইন্দুরকানীতে অনিয়ম ও দুর্ণীতর অভিযোগে পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন দাখিল মাদরাসার সুপার মোঃ আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই সুপারকে বরখাস্তের খবরের সত্যতা স্বীকার করে ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ. কালাম বলেন, মাদরাসার টাকা আত্মসাৎ, ঘুষ কেলেঙ্কারী, শিক্ষকদের সাথে অসাদাচারণ, স্বেচ্ছাচারিতার অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) এক জরুরী সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতি আরও জানান, এর আগে সুপারকে দুর্ণীতির বিষয়ে একাধীক বার সতর্ক করা
হলেও তিনি তা মানেন নাই। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম ও দুর্ণীতির বিষয় অস্বীকার করে সুপার আমিনুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।