
ধামইরহাটে পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ৩:৭

নওগাঁর ধামইরহাটে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় থানা ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্ররোচণা এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,বিপিএম। সম্মেলনে পুলিশ সদস্য নিয়োগের বিস্তারিত প্রক্রিয়া সমুহ প্রজক্টের মাধ্যমে বড় পর্দায় দেখানো হয়। চাকুরী প্রার্থীদেরকে দালাল ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার উপর গুরুত্ব দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গনি, উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, মাসুদ রানা, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক হারুন আল রশীদ, এমএ মালেক, এসএম মাসুদুর রহমান, আবু মুসা স্বপন, মোতারফ হোসেন মুকুল প্রমুখ।


