https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ২৩:২

শেয়ার করুনঃ
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি।প্রথম ডোজের মতোই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার সময়ও গাড়িতেই ছিলেন খালেদা জিয়া। স্বাস্থ্যকর্মীরা গাড়িতে এসে তাকে ভ্যাকসিন দেন। এ সময় কয়েকশ দলীয় নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেন।

এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়ি বহর হাসপতালের উদ্দেশে রওয়ানা করে। সোয়া চারটায় হাসপাতালে পৌঁছায় তার গাড়ি। গাড়ির সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যদের গাড়ি ছাড়াও পুলিশের গাড়িও রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিটিউট ও হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এজন্য তিনি বাসা থেকে বিকেল ৪টায় রওয়ানা করেন। সোয়া চারটায় হাসপাতালে পৌঁছে ভ্যাকসিন গ্রহণ করে বাসায় ফিরে যান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনার প্রথম ডোজ টিকা নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি-হেফাজত বৈঠক আজ: রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ?

বিএনপি-হেফাজত বৈঠক আজ: রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ?

বিএনপি ও হেফাজতে ইসলামের মধ্যে আজ শনিবার (তারিখ) রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৮টায় এই বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। হেফাজতের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন। রাজনৈতিক সূত্রে জানা গেছে,

ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে-ইশরাক হোসেন

ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে-ইশরাক হোসেন

তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ না করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে না। শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।   ইশরাক হোসেন বলেন, "২০২৫ সালের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা যথাসময়ে জনগণের সমর্থন নিয়ে

শহীদ জিয়ার পর সবচেয়ে সফল হবে ড. ইউনূসের সরকার :  ব্যারিস্টার ফুয়াদ

শহীদ জিয়ার পর সবচেয়ে সফল হবে ড. ইউনূসের সরকার : ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভূত হয়নি। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিন সাড়ে তিন বছরের সরকারের পর সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল প্রেস ক্লাবে ঈদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন। এবি পার্টির

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে: মির্জা ফখরুল

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন জেলার সংবাদকর্মীরা। ২ এপ্রিল, বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদকর্মীরা জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। ধর্ষণ, খুন, চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, পাশাপাশি অপরাধী চক্রের মধ্যে ঘুষ-বাণিজ্যও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে।

নির্বাচনে ৩টা সিটও পাবে না, পাওয়ার দেখাচ্ছে ৩০০ সিটের

নির্বাচনে ৩টা সিটও পাবে না, পাওয়ার দেখাচ্ছে ৩০০ সিটের

কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরান বাজার এলাকায় মঙ্গলবার রাতে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি তাঁর বক্তব্যে জামায়াতের উদ্দেশে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “একলা নির্বাচন করলে ৩টা সিটও পাবে না, কিন্তু এখন ৩০০ সিটের পাওয়ার দেখাচ্ছে। সমস্ত