প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। রবিবার (১৫ আগস্ট) রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এর নেতৃত্বে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল "মৃত্যুঞ্জয়ী মুজিব" এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় মহামারী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক রেজা আহমেদ জয় ও কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম। এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে এক সংক্ষিপ্ত র্যালি নিয়ে "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।