প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০:৫১
সাভার উপজেলায় নানা বিতর্কে জর্জরিত আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহাবুদ্দিন মাববরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিমরান সাফার পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার ১৪ আগস্ট সকাল ১১ টার সময় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তার পরিবার ও বক্তারা বলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর ও তার ক্যাডার বাহিনীর নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।
এসময় সিমরান সাফার বোন রোজিনা আক্তার বলেন গত ২২ শে সেপ্টেম্বর ২০২০ সালে চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হতে হন আমার বোনকে। তিনি আরো বলেন চেয়ারম্যানের শ্যালক আলমগীর ও ব্যক্তিগত সহকারী সবুজ শিকদারের সহয়তায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রেখে ধর্ষণ করেন। এ বিষয়ে আমার বোন বাদী হয়ে চেয়ারম্যান শাহাবুদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তবে দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার হয়নি এখনো! উল্টো মামলার বাদী আমার বোন সহ আমাদের পরিবারের সকলকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন চেয়ারম্যানের ক্যাডার বাহিনী।
তিনি আর বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা জননেত্রী শেখ হাসিনা ও সাভার আশুলিয়া গণমানুষের নেতা, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান সাহেব ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাহেব সহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমি আমার বোনের সঠিক বিচার পায়।
উল্লেখ্য, নানা অপকর্মের অভিযোগে একেরপর এক মামলা দায়ের হলেও অদৃশ্য শক্তির প্রভাবে ধরা ছোঁয়ার বাইরে থাকেন এই ইউপি চেয়ারম্যান। ক্ষমতাসীন দলের পরিচয় ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মামলা দায়েরের পর বারবার গ্রেপ্তারও এড়িয়ে চলেন তিনি। তার অপকর্ম গণমাধ্যমে তুলে না ধরতে প্রভাবশালীদের নাম ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে শাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে।