প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০:৪৫
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বহনকারী রাকিব মন্ডল নামে এক জন চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(১৪ আগস্ট) দুপুরে উপজেলার সাতকুড়ি গ্রামের রায়ভাগ ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত আসামি উপজেলার বাগমারা গ্রামের সাইফুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল (১৬)।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদে জানতে পারি, একজন চোরাকারবারি ভারত থেকে মাদকদ্রব্য বহনকরে হাকিমপুর পৌর শহরে প্রবেশ করতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব মন্ডল দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তার দেহ তল্লাশি করে ভারতীয় নতুন নেশা জাতীয় মাদকদ্রব্য ১০(দশ) বোতল স্কপ সিরাপ ও ৪৮ ( আটচল্লিশ) বোতল অফিসার চয়েস মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।