প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ৪:৫
নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশের ( ডিবি ) মাদক বিরোধী অভিযান চলাকালে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে দুই ডিবি পুলিশের সদস্যকে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও মূল মাদক ব্যবসায়ী খলিলুর রহমান (৪৮) হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়। তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে ডিবি পুলিশের এসআই মহসিন আলীর নেতৃত্বে ৬জনের একটি টিম পোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী খলিলুর রহমানকে হিরোইনসহ আটক করে।
এসময় খলিলুর রহমানের স্ত্রী পারুল, লাদু মোল্লাসহ ৫-৬জন খলিলকে ছিনিয়ে নিতে হাতুড়ি-রড দিয়ে ডিবি পুলিশের উপর আক্রমন চালায়। আটককৃত বড় বেলালদহ গ্রামের আব্দুল কোটাল এর ছেলে খলিলুর রহমান হাতকড়াসহ পালিয়ে যায়। হামলার ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়।
ঘটনার সময় ডিবি পুলিশের সদস্যরা খলিলুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৪৫) এবং পাশ্ববর্তী নরডাঙ্গা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০)কে আটক করতে সক্ষম হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক মহসিন রেজা জানান, গাপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে দেন কনস্টেবল আনোয়ার হোসেন।
এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতো থাকেন।
পরে আহত কনস্টেবল আনোয়ার হোসেন ও শিপন আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে আনোয়ার হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আনোয়ার হোসেন সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কে,এম শামসুদ্দিন জানান, মান্দার কুসুম্বায় মাদক বিরোধী অভিযানের ঘটনায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই ডিবি পুলিশের সদস্য আহত হয়েছে। বর্তমানে আনোয়ার হোসেন মারাত্বক ভাবে আহত হওয়ার কারনে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, হাতকড়াসহ পলাতক খলিলুর রহমানসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, মাদক ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িতদের আকটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।