২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিট বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। করোনা মহামারীর কারণে মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের ফেসবুক পেজ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।
এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। এটি বরিশাল সিটি কর্পোরেশনের ১৯তম এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র তৃতীয় বাজেট।
সিটি কর্পোরেশন সুত্রে, ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪২৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৩৪৫ টাকা; যা ২০২১-২২ অর্থ বছরে ঘোষিত বাজেটের চেয়ে ১১ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৯৭৯ টাকা বেশি। ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার বাজেট ঘোষণা করেছিলেন মেয়র সাদিক, যা পরের অর্থবছরে ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা কমিয়ে দেয়া হয়।
এবারের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা খাতে। এ খাতে বরাদ্দ ৩৬ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক খাতে ৪ কোটি ১৮ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ টাকা, করোনা মোকাবিলায় বিভিন্ন খাতে ৬ কোটি টাকা, পানি,
বিদ্যুৎ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৩৩ টাকা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও তথ্যপ্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আয়ের বেশির ভাগ উৎসই দেখানো হয়েছে সরকারি অনুদান এবং আন্তর্জাতকি সংস্থার সহায়তা।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ৩২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩১ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫ কোটি টাকা, থোক ও বিশেষ থোক থেকে ৪৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২১১ কোটি টাকা। যা মোট বাজেটের ৭৮ দশমিক ৮৫ শতাংশ।
এদিকে, গত অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশন রাজস্ব আদায় করেছে ৭৭ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা। যা গত ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
ফেসবুক লাইভে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘এডিপির আওতায় বাস্তবায়নযোগ্য কিছু প্রকল্প আমরা প্রস্তাব করেছি। এরমধ্যে নতুন নগর ভবন নির্মাণ, বরিশাল মহানগরীর রিং রোড প্রকল্প, বেলতলা ও রূপাতলী সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি ব্যবহার উপযোগীকরণসহ ওভারহেড ট্যাংক ও পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন প্রকল্প এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।’
তিনি আরো বলেন, ‘২০২০-২১ অর্থ বছরে কোনো প্রকল্প না পাওয়া সত্ত্বেও আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রথম পাঁচ বছরের গ্যারান্টিতে ৬ কিলোমিটার সড়ক নির্মাণ, ৪১ কিলোমিটার সড়ক সংস্কার, ২০০ মিটার ফুটপাত নির্মাণ, ১ দশমিক ২০ কিলোমিটার ড্রেন কাম ফুটপাত নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন ও পরিষ্কারকরণ, একটি সেবক কলোনির অসমাপ্ত কাজ সম্পন্ন এবং আধুনিক এসফল্ট মিক্সিং প্ল্যান্টের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে।
এছাড়া বিদ্যুতায়নের জন্য ২৭৬ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যা অনুমোদন হলে ১৬ হাজার ৯৪ পোল এবং ২০ হাজার ৫০৯টি নতুন সড়ক বাতি স্থাপন করা সম্ভব হবে বলে জানান সিটি মেয়র।
ফেসবুক লাইভ ও ভিডিও কনফারেন্সে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গণমাধ্যকর্মীরা যুক্ত ছিলেন।