প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। এ ঘটনাকে জামায়াত ও এনসিপির ইন্ধন বলে দাবি করেছে দলীয় নেতারা।
সোমবার দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তারা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন।
বক্তারা অভিযোগ করেন, চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপিতে আসা জামায়াতপন্থি নেতা ফখরুল ইসলাম উদ্দেশ্যমূলকভাবে মওদুদ আহমদ ও কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তারা বলেন, ফখরুল জামায়াত ও এনসিপির প্ররোচনায় এসব বক্তব্য দিয়ে উপজেলা বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে প্রচার করেন।
বিএনপি নেতারা দাবি করেন, আসলে ফখরুল নিজেই দখল বাণিজ্যে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তিনি ঢাকায় সর্বাধিক দখল কার্যক্রম চালান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তিনি চার শত কোটি টাকার জায়গা দখল করেন। এছাড়া আওয়ামী সরকারের পতনের আগে তিনি এসআলম গ্রুপের পদ্মা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ছিলেন এবং পরে জামায়াতপন্থি ফারিস্ট লাইফ ইন্সুরেন্সের দায়িত্ব নেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফখরুল এসআলম গ্রুপের প্রায় ১২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়া জেলা বিএনপির বিরুদ্ধে পকেট বাণিজ্যের অভিযোগ এনে কমিটি ঘোষণার আগেই তিনি জেলা নেতাদের ঘেরাও ও ঝাড়ু মিছিলের হুমকি দেন।
শেষে বক্তারা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পাশাপাশি নিরপরাধদের মুক্তি ও ফখরুলের হুমকিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে ফখরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, দলীয় নেতারা যদি কোনো অভিযোগ করেন তবে তা ফোরামে আলোচনা হওয়া উচিত, প্রকাশ্যে সংবাদ সম্মেলনে নয়।