প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২২:৩২
সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে করোনা প্রতিরোধক গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি এই গণটিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউপি’র ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ট্যাগ অফিসার উমিরুল ইসলাম, ওয়ালিয়া ইউপি সচিব আরিফুল ইসলাম, ধুপইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ন আহমেদ প্রমুখ।
এসময় টিকা গ্রহিতা এইচ এম শরিফ বলেন, ‘করোনা প্রতিরোধে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ কে বিনামূল্যে টিকা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হসিনাকে ধন্যবাদ জানাই। তার জন্য আমারা সহজেই বিনামূল্যে বাড়ির কাছে টিকা পেলাম। করোনা থেকে বাঁচতে আমি নিজে ও আমার বাড়ির সবাই টিকা নিছি।’
দুয়ারিয়া ইউপির দুই বৃদ্ধ দম্পত্তি কে টিকা নিতে কেন্দ্র আসতে দেখা যায় কথা বললে তারা জানান,‘প্রধানমন্ত্রী আমাদের বাঁচানোর জন্য বাড়ি বাড়ি টিকা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাই আমরা দুই বুড়া-বুড়ি কেন্দ্র এসেছি টিকা নেওয়ার জন্য ।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান,‘লালপুরে ৬টি ইউনিয়নের ৬টি টিকাদান কেন্দ্র মোট ৩হাজার ৬শ জনকে টিকা দেওয়া হয়েছে। সরকার তৃণমূলে বয়বৃদ্ধ মানুষদের বিনামূল্যে টিকা প্রদানের লক্ষে যে গণটিকা কার্যক্রম হাতে নিয়েছে তা সফল হয়েছে। সকাল থেকেই প্রতিটি টিকা কেন্দ্রে টিকা গ্রহিতারা লাইনে দাড়িয়ে সুন্দর ভাবে টিকা নিতে দেখা গেছে। আমি ৫০-৬০উর্দ্ধ অনেক টিকা গ্রহিতাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন গণটিকা দেওয়ার জন্য খুব সহজে তারা টিকা নিয়েছেন, হাসপাতালে গিয়ে কখনোই তারা টিকা নিতো না।’
লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাবুদ্দীন জানান, ‘আজ উপজেলার ৬টি ইউনিয়ন টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১টি করে ওয়ার্ডে ১টি করে কেন্দ্র টিকা দেওয়া হয়েছে। প্রতিটি বুথে ২ জন করে ভ্যাকসিন প্রদানকারী ও তিন জন করে স্বেচ্ছাসেবক আছে। মোট ৩হাজার ৬শ জনকে এই টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবক’টি ইউনিয়ন ও পৌরসভায় এই ভ্যাক্সিন প্রদান করা হবে।’