প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ৪:২১
দেবীদ্বার নিউমার্কেটে এক ফল ব্যবসায়ি ৬০ কেজী ওজনের কাঁঠাল নিয়ে বিপাকে, বিক্রি করতে পারছে না আশানুরূপ দামে।সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অনন্য কাঁঠালের সাথে ৬০ কেজি ওজনের এই কাঁঠালটি কে নিয়ে বসে থাকতে দেখা যায়।
ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান নরসিংদী নরদাইল বাজার থেকে ৮শ টাকায় কাঁঠালটি ক্রয় করে আনেন, সেই কাঁঠালটি একহাজার টাকার উপরে বিক্রি করতে চায় তিনি।
কাঁঠাল বিক্রেতা বলেন, মহামারী করোনায় লকডাউনে সরকারি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় সময়মত গ্রাহক বাজারে না থাকায় ক্রয় করা কাঁঠালটির আশানুরূপ কোন দাম ক্রেতারা বলছেন না। জাতীয় ফল কাঁঠালটি বিক্রি করতে এমন বেহাল অবস্থায় পড়তে হবে তা ভাবতে পারিনি।