প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ২:৪২
কুমিল্লার দেবীদ্বারে ঈদ পরবর্তী কঠোর লকডাউন’র প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ টি মামলায় ব্যাক্তি, প্রতিষ্ঠান ও পরিবহনকে ৮ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রশাসনকে আগের থেকে কিছুটা কঠোর অবস্থানে দেখা গিয়েছে, এসময় সেনা সদস্যদেরও টহল দিতে দেখা যায়।
কঠোর লকডাউনকে উপেক্ষা করেও দোকানপাট, হাট-বাজারে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়, কোনভাবে আইন মানানো যাচ্ছে না জনসাধারণকে, প্রশাসন আসলে রাস্তাঘাট ফাঁকা, চলে গেলেই যেন আবার সেই আগের নিয়মে চলে লোকজন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, করোণা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউন কার্যকরে সকাল থেকে মাঠে কাজ করে যাচ্ছি, জরুরী প্রয়োজন ব্যতীত মাক্স ছাড়া ঘর থেকে রাস্তায় বের হওয়া ব্যাক্তি, গণপরিবহন, পিকাপ ভ্যান, মোটর সাইকেল, সিএনজি, রিক্সা ও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেবীদ্বার উপজেলা সদর, বারেরা, ভিরাল্লা পান্নারপুল, মরিচাকান্দা সহ উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮'র ২৫ এর ১ ধারা লংঘন ও ২৫’র ২ ধারা অনুযায়ী এবং দন্ডবিধি ১৮৬০'র ২৬৯ ধারায় ১৬ টি মামলায় মোট ৮ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির চন্দন চক্রবর্তী, অফিস সহায়ক রতন কুমার দেবনাথ ও দেবীদ্বার থানার উপ পরিদর্শক(এ,এস,আই) মাহবুব হাসান প্রমূখ।