
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৮

খাগড়াছড়ি জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এর মধ্যে ৬৩টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের আগে এ তথ্য সামনে আসায় প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।
