
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা, যেখানে পাম্পের কর্মচারী রিপন সাহা (৩০) জিপ গাড়ীর চাপায় নিহত হন। দুর্ঘটনাটি শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ঘটে।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। স্থানীয় পাম্পের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে, একটি কালো রঙের জিপ গাড়ি ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬ নম্বর সহ চালক তেল নিতে আসে।
পাম্প থেকে তেল নেওয়ার পর চালক টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। তখন গাড়িটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মাংসমূলো থেঁতলে মৃত্যু হয়।
পাম্পের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, জিপ গাড়িতে তেল নিচ্ছেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন। ফুটেজে দেখা যায়, টাকা না দিয়ে গাড়ি ছেড়ে চলে যাওয়ার পর দুর্ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রিপনের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথা ও মুখ থেঁতলে যাওয়ায় মৃত্যু স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীর তথ্য সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া এখনো চলমান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় জড়িত সন্দেহে আবুল হাসেম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে তদন্ত আরও গভীরভাবে চলবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

ঘটনাটি স্থানীয় সমাজে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পাম্প শ্রমিকদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বিষয়টি নতুনভাবে গুরুত্ব পেয়েছে। পুলিশ এবং প্রশাসন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।