প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ৩:৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নদী ভাঙন কবলিত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় দৌলতদিয়া রেস্ট হাউজ মাঠ চত্বরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব কাজী কেরামত আলী'র পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়।
এসময় এমপি কাজী কেরামত আলী উপস্থিত থেকে ঈদ প্যাকেজ বিতরণ করেন।
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউপি'র ২নং ওয়ার্ড সদস্য মো. আশরাফুল ইসলাম আশরাফ এর নিজস্ব অর্থায়নে নদী ভাঙন ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে পোলাউর চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও পাউডার দুধ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, মোঃ আজিজুল ইসলাম, আকাশ সহ প্রমূখ।