প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ৩:১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা কালীন সময়ে কর্মহীন অসহায় ও বেকারদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হাজী জয়নাল আবেদীন শিমুল বাগান প্রাঙ্গণে আদিবাসীদের হতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
এসময় উপজেলার বড়দল উত্তর, শ্রীপুর উত্তর ও বাদাঘাট উত্তর ইউনিয়নের ৭টি গ্রামের ৮০টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক পরিবারের সদস্যের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী সুব্রত দাশ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার,
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি চেয়াম্যান জামাল উদ্দিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার, উইক্লিফ সিম যুব সংঘের সাধারণ সম্পাদক মিখা দিও, স্থানীয় ইউপি সদস্য সম্রাট মিয়া, সুষমা জম্বিল প্রমুখ।
এসময় তিনি ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার ১ম পর্যায়ের আশ্রয়ণ প্রকল্প ২ এর ৭০টি ও আশ্রয়ণ প্রকল্প ২ এর ২য় পর্যায়ের ৭৬টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।