প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ৪:৫৭
নাটোরের লালপুরে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫৬ টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে ২ লক্ষ ২৮ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার উমিরুল ইসলাম, ইউপি সচিব আরিফুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম ও আমির হোসেন প্রমুখ।এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।