প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০:৪৫
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নেজাল কেনোলা থেকে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আইসিইউতে থাকা রোগিদের দ্রুত বের করা আনা হয়। এ সময় হাসপাতালে থাকা রোগি ও স্বজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ আসার পর রোগিদের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: আতাউল গনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এখন পরিবেশ স্বাভাবিক আছে, কোন হতাহতের ঘটনা ঘটেনি, রোগিদের চিকিৎসার কোন সমস্যা হবেনা।
তিনি আরো বলেন, আজকেই সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে, তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।