প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০:৩২
করোনা রোগিদের অক্সিজেন সমস্য লাগবের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে দেশ বন্ধু গ্রুপ।
বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের নিকট দেশ বন্ধু গ্রুপের পক্ষ কনসেনট্রেইটরটি হস্তান্তর করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সহ-সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টু, মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হাসান রিপন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাকালীন দুঃসময়ে জনগণের পাশে দাড়ানোর জন্য দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় উপজেলা প্রসাশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ।
দেশ বন্ধু গ্রুপ গত বছর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, থান পুলিশ ও সাংবাদিকদের মধ্যে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করেছিল।