প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২২:৫৮
লকডাউনে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৬ জনকে ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ জরিমানা করেন।
জানা গেছে, সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সদরের বাহেরচর বাজার, সিনেমাহল পট্টি, বঙ্গবাজার ও খালগোড়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখায় ১৪জনকে এবং বিনা
প্রয়োজনে মোটরসাইকেল চলাচল করার দায়ে একজন চালক ও একজন আরোহীকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, রাঙ্গাবালীতে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছি। বিধিনিষেধ উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে।