প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২১:২৫
টাঙ্গাইলের মধুপুর থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২। টাঙ্গাইল জেলার মধুপুর থানার সাথীর মোড় নতুন বাজার এলাকা হতে ৫ জুলাই সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত- আব্দুল মান্নানের ছেলে মোঃ মনির আহম্মেদ জুয়েল (৪৪)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানার সাথীর মোড় নতুন বাজারে মেসার্স সিদ্দিক স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মনির আহম্মেদ জুয়েল (৪৪) কে, ১২০ পিস ইয়াবা, ০১টি মটরসাইকেল, ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ ৬০০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।