প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৯:৫৩
পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশ করে মাছ শিকারের প্রস্তুতিকালে দুইটি মাছ ধরার নৌকা জব্দ করেছে বনবিভাগ।এ সময় পালিয়ে যায় ওই নৌকায় থাকা জেলেরা।পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক জানান,বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সুন্দরবনের জোংড়া খালে জেলেরা মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা।
এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে বনের ভিতরে পালিয়ে যায় জেলেরা।পরে তাদের ফেলা যাওয়া দুইটি নৌকা,নৌকায় থাকা ছয় ককসেট বরফ ও দুইটি জাল জব্দ করা হয়।বন কর্মকর্তা এনামুল হক বলেন,
সুন্দরবনে অনুপ্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে।নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে দুইটি নৌকাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।তবে কেউকে আটক করা যায়নি।এ ঘটনায় সন্দেহজনক কয়েকজনের নাম পরিচয় গোপন রেখে মামলা দায়ের করা হয়েছে।