প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৯:১৯
প্রতি বছর খাদ্যের অভাবে ভারত থেকে খাদ্যের সন্ধানে বাংলাদেশের লোকালয়ে চলে আসে হনুমান। কয়েক দিন থেকে জেলার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে হনুমান।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামে একটি গাছের ডালে মুখ পোড়া হনুমান বিচরণ করায় হনুমানটিকে স্ব-চোখে দেখার জন্য সকাল থেকেই দল বেধে ছুটে আসছে এলাকার উৎসুক জনতা।
পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের শাহারিয়ার রহমান শৈশব বলেন,সকালে লোকমুখে শুনি এলাকায় হনুমান চলে এসেছে তাই দেখতে এসেছি। সেখানে গিয়ে দেখি আশপাশের গ্রামের মানুষ বট গাছের নিচে ভিড় করছে। অনেকেই হনুমানটিকে খাবার দিচ্ছে। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি।
এদিকে গত এক সপ্তাহ আগে জেলার আক্কেলপুর উপজেলায় এরকম একটি মুখপোড়া হনুমান বিচরণ করছিল, সেটিই হয়ত খাদ্যের সন্ধানে এই দিকে আসতে পারে।
তবে বর্তমানে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস এবং খাদ্যের অভাব হওয়ায় ভারত থেকে খাদ্যের সন্ধানে বাংলাদেশে আসতে পারে বলে মনে করছেন অনেকেই।
উপজেলা বনবিভাগের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হনুমানটির গতিবিধি পর্যবেক্ষনের জন্য লোক পাঠানো হয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরমান হোসেন জানান,উপজেলা বন বিভাগকে অবগত করা হয়েছে।