প্রকাশ: ১৯ জুন ২০২১, ০:৪০
পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী সোবহান শরীফের সমর্থকদের দুই দফা হামলায় স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খানের সভামঞ্চ সহ ৫টি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৯ জুন) দুপুর এবং বিকেলে মিরুখালী ইউনিয়নে ভাংচুরের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, স্বতন্ত্র প্রার্থী (আনরস প্রতীক) আবু হানিফ খানের নির্ধারিত ঝাউতলা নির্বাচনী সভা আওয়ামীলীগের নৌকা প্রার্থী সমর্থক ওই সভামঞ্চে তান্ডব চালিয়ে ২টি মাইক, ২৫০টি চেয়ার ভাংচুর করে ও প্রচার কার্যে ব্যবহৃত মাইকের ইউনিট খুলে নিয়ে যায়।
অরপদিকে মিরুখালি বাজারে স্বতন্ত্র প্রার্থী প্রচারনা কার্যালয় ৩টি, ভাগিরথপুর বাজারে ১টি ব্যপক ভাবে ভাংচুর চালায়।
আনরস প্রতীকের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ খান জানান, আমার নির্বাচনে বিজয় নিশ্চিত জেনে পরিকল্পিত ভাবে নৌকা সমর্থক ৫০/৬০ জনের একটি ক্যাডার বাহিনী অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে ঝাউতলায় পূর্ব নির্ধারিত সভামঞ্চ তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শুক্রবার রাতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ র্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অফিস ভাংচুরের ঘটনায় ইতোমধ্যে বাদুরা গ্রামের মুন্না শরীফ ওরফে মাসুম বিল্লাহ (২২) ও খোকন (৩৯) নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
আওয়ামীলীগের নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ. সোবাহান শরীফের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।