প্রকাশ: ১২ জুন ২০২১, ০:৪৭
করোনার কারণে গ্রাম্য সুদী মহাজনের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় অব্যাহত চাঁপের মুখে আত্মহত্যার জন্য বিষপান করেছে যুগল সোম (৪৫) নামের এক ক্ষুদ্র পান ব্যবসায়ী। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের।
শনিবার দুপুরে যুগল সোমের স্ত্রী দুই সন্তানের জননী কবিতা রানী সোম জানান, স্থানীয় একটি সমিতি থেকে তার স্বামী ৩০ হাজার টাকা ও গ্রাম্য সুদী মহাজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা সুদে এনে ব্যবসার কাজে ব্যয় করেন। করোনার মধ্যে ব্যবসায় লোকসান হওয়ায় সুদের টাকা পরিশোধ করতে পারেননি।
কিন্তু প্রায় প্রতিদিন সুদী মহাজন তার পাওনা টাকার জন্য বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে একই গ্রামের সুদী মহাজন বাদল রায় তাদের (কবিতা) বাড়িতে এসে সুদের টাকার জন্য অশ্লীলভাষায় গালিগালাজসহ টাকার জন্য চাঁপ প্রয়োগ করে।
একপর্যায়ে তার (বাদল) সামনে বসেই আত্মহত্যার জন্য যুগল সোম বিষপান করেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।