https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিন আসনে উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ১৯:৬

শেয়ার করুনঃ
তিন আসনে উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদের শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুলাই অনুষ্ঠেয় তিন উপনির্বাচনে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান এবং সিলেট-৩ আসনে হাবিবুর রহমান আওয়ামী লীগের হয়ে প্রার্থীতা লড়বেন।

শনিবার সকাল (১২ জুন) ১১টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বোর্ডের অন্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আগাখান মিন্টু শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সিলেট-৩ এ মনোনয়ন পাওয়া হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য আর কুমিল্লা-৫ এর আবুল হাসেম খান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে কুমিল্লা-৫ আসনের জন্য। ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন। সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৫টি। সব মিলিয়ে তিন আসনের উপনির্বাচনের জন্য নৌকা প্রতীক পেতে আগ্রহীর সংখ্যা ৯৪।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আলোচনার আশা: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আলোচনার আশা: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে তার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা চালিয়ে যাব এবং সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব বলে আশাবাদী।"   যুক্তরাষ্ট্র গতকাল বাংলাদেশি পণ্যের ওপর

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বৃহস্পতিবার অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নতুন সভ্যতার দিকে যেতে হবে, যা হবে শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের ভিত্তিতে।   তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল বিশ্বকে এক আত্মধ্বংসী পথে

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। এই বৈঠকটি হবে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে, যা আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই সরকারপ্রধানের প্রথম বৈঠক হবে। বুধবার (২ এপ্রিল) ভারতের দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয় যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান। বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা,

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।   নিউইয়র্ক টাইমসের জঙ্গিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সংবাদপত্র কী লিখেছে তা নিয়ে মন্তব্য করতে চাই