প্রকাশ: ৩১ মে ২০২১, ১৬:১২
হাতিয়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে হাতিয়া-চট্টগ্রাম রুটে আজ থেকে যাত্রা শুরু হলো এমভি তাজউদ্দিন জাহাজের।
সোমবার সকাল ৯ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন জাহাজটি উদ্ভোধন করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আয়েশা ফেরদৌস। হাতিয়া জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগামস্থ হাতিয়ার বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাতিয়া চট্টগ্রাম রুটে চলমান জাহাজ এমভি আলাউদ্দিন ও এমভি আব্দুল মতিনের নিয়মিত যান্ত্রিক ত্রুটির কারনে বার আউলিয়া নামে একটি নতুন জাহাজ চালু করা হয়েছিল। কয়েক বছর পর নতুন জাহাজটিতেও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে হাতিয়া-চট্টগ্রাম রুটে চলমান যাত্রীদের ভোগান্তি চরমে উঠে।
তারপর থেকে চট্টগ্রামস্থ হাতিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই রুটে নতুন জাহাজ চালুর দাবীতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্য জনাব আয়েশা ফেরদৌস এর ঐকান্তিত প্রচেষ্টায় অবশেষে এই রুটে আজ নতুন জাহাজ উদ্ভোদন করা হয়েছে। হাতিয়াবাসীর পক্ষ থেকে ব্যানার পেস্টুনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১