রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে দেশীয় মদসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় আরেক মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যাবসায়ী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মোল্লা পাড়া গ্রামের মৃত বারেক সরদারের ছেলে মো. ছিদ্দিক সরদার (৫৫)। আরেক পালাতক মাদক ব্যাবসায়ী হলো, উত্তর দৌলতদিয়া নতুন পাড়া ও উপজেলার নলডুবি গ্রামের মৃত বিনাত মোল্লার ছেলে মো. নিহাজ মোল্লা (৪৫)।
রবিবার (৩০মে) দুপুরে এজাহার সূত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে গোয়ালন্দ থানার এসআই দেওয়ান মো. শামীম ও সঙ্গীয় ফোর্স সহ শনিবার বিকালে গোয়ালন্দ হইতে দেশীয় মদ নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে প্রবেশের সময় ১'শ লিটার দেশীয় মদ ও রিক্সা সহ মো. ছিদ্দিক সরদারকে আটক করা হয়। এ সময় ছিদ্দিকের সহযোগী মো. নিহাজ মোল্লা দৌড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন যাবত তার বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান মো. শামীম বলেন- আটককৃ মো. ছিদ্দিক সরদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক পলাতক আসামী মো. নিহাজ মোল্লা (৪৫) তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।