প্রকাশ: ২৫ মে ২০২১, ১১:৩৮
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কস্তরি রবি দাস-(৫০), তার স্ত্রী অঞ্জনা রবি দাস-(৩৫) ও মেয়ে চম্পা রবি দাসক-(১৮)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে,৯০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, সরাইলকে মাদক মুক্ত করতে ও মাদক প্রতিরোধ করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।