
প্রকাশ: ২১ মে ২০২১, ১৬:৪

একটি অসহায় পরিবার একটি ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অন্যের জমিতে আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ২ নং ওয়ার্ড হুগলা গ্রামের জালাল উদ্দিন বেপারী (৬০) স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেঁচে আছেন এর মধ্যে বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী।
নেই কোন জায়গা জমি, আছে মাত্র না থাকার মত একটি জরাজীর্ণ ঝুপরি ঘর। বৃদ্ধ বয়সে মানুষের জমিতে শ্রম দিয়ে যা উপার্জন হয় তা দিয়ে কোন রকম সংসার চলছে। যে দিন কাজ করতে না পারে সে দিন অনাহারেই থাকতে হয় তাদের।
জালাল উদ্দীনের রোজিনা আক্তার বলেন, আমাদের নিজস্ব কোন জায়গা নেই, আমাদের অন্যের জায়গায় থাকতে দেয়া হয়েছে। কোন রকম ভাবে একটি ঘরে ঝুঁকিপূর্ণভাবে আমরা থাকতেছি। এখন ঝড় তুফানের সময় আমাদের খুব ভয় থাকতে হয়। বৃষ্টির সময় আমাদের অনেক কষ্ট হয় আমাদের ঘরের চাল ও আশপাশ দিয়ে অনেক পানি আসে। থাকার জন্য অযোগ্য ঘরে অনেক কষ্ট করে আমাদের থাকা লাগতেছে।

আমার স্বামী কোন কাজ করতে পারে না তাই আমাদের জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট করতে হয়। আমার এক ছেলে মানসিকভাবে অসুস্থ। আমরা শুনতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর ও জায়গা দিতাছে। শেখ হাসিনা যদি আমাদের একটা থাকার জন্য ঘর দিত তাহলে আমাদের অনেক উপকার হইতো।
শরীয়তপুর সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মন্দীপ ঘড়াই বলেন বিষয়টা জানতে পেরেছি আগামী রবিবার আমি ও এমপি মহোদয় তাদের ঘর উত্তোলনের জন্য টিনের ব্যবস্থা করে দিব। দ্রুত সময়ের মধ্যে তো ঘর উত্তোলন করে দেওয়া সম্ভব না তাই যাতে তারা একটি ঘর উত্তোলন করে থাকতে পারে। আর তারা যদি প্রকৃত ভূমিহীন হয়ে থাকে অবশ্যই তাদেরকে জমি এবং ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১